চট্টগ্রামের হাটজাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ১৩ হাজার ২শ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল রোববার বাস স্ট্যান্ড মোড় ও নন্দিরহাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হাটহাজারী বাস স্ট্যান্ড মোড়ে অবৈধভাবে পাকিং করার দায়ে ৫ টি অটোরিকসাকে ১৭ শ টাকা ও নন্দিরহাটে মূল্য তালিকা না থাকায় ৫ টি প্রতিষ্ঠানে ১১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গনমাধ্যমকে জানান।