দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী মৎস্যজীবি লীগ পৌর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ঘোড়াঘাট আর,সি ,বালিকা বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহ্বায়ক শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচীব শফিউল ইসলাম শফি,উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ রহিম মিয়া, সাবেক যুব লীগের সাঃ সম্পাদক এস,এম,রবিউল ইসলাম রবি, ৩নং ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর রেজোয়ান হক,উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক ডাঃ এহসানুল হক,যুগ্ন আহ্বায়ক স্বাধীন প্রধান,যুগ্ন-আহবায়ক রুমা,যুগ্ন-আহবায়ক রিমন মিয়া ও সদস্য সচিব সেলিম মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ,যুগ্ন-আহবায়ক সোহেলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ন-আহ্বায়ক সোলাইমান নিপু।