দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুম মিটিং অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবিরের নেতৃত্বে ওই অনুষ্ঠানে ওসি তদন্ত মোমিনুলসহ সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক,বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সুবিধা ভোগী নারী পুরুষগন অংশগ্রহণ করেন।প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।