রংপুরের পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহহীনদের জন্য বানানো ঘর হস্তান্তর অনুষ্ঠান গতকাল রোববার সকালে থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্যন্যে থানার সাথে পীরগাছা থানার পুলিশ সদস্যরা এতে যুক্ত হন।
এসময় উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, ওসি তদন্ত আবদুস শুকুর মিয়া, সার্ভিস ডেস্কের এসআই আছমা খাতুন, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এম খোরশেদ আলম, আ.লীগ নেতা আখের সরকার, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক একরামুল ইসলাম, পুলিশ উপপরিদর্শক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।