ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী হাসনাইন রশিদ সান ২০২১ সনে অনুষ্ঠিতব্য এইচএস সি পরীক্ষায় ঢাকা বোর্ডে মানবিক বিভাগে ২৫তম স্থান দখল সহ ট্যালৈন্টপুলে বৃত্তি পেয়েছে। পটুয়াখালী জেলার বাউফলের মোঃ হারুন অর রশিদ ও ইসরাত জাহান শিক্ষক দম্পত্তির এক ছেলে এক মেয়ের মধ্যে সান ছোট। সান ২০১৩ সনে প্রাথমিক, ২০১৬সনে জুনিয়র ট্যালেন্টপুলে বৃত্তি সহ ২০১৯ সনে এস এস সি পরীক্ষায় এপ্লাস পেয়েছে। সানের বাবা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অনলাইন পোর্টাল এফ এন এস‘র বাউফল প্রতিনিধি এবং পটুয়াখালী জেলা পরিষদ সদস্য। সান ভবিষ্যতে একজন আইনজীবী হতে চায়।