বরগুনার তালতলীতে পবিত্র মাহে রমজান মাস জুড়ে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে নাম মাত্র দুই টাকায় ইফতার বিতরণ করছে মেসার্স হাওলাদার ট্রেডার্স মালিক মোঃ তারেকুজ্জামান হাওলাদার। উপজেলার কমডেকা টাওয়ার সংলগ্ন চৌরাস্তার মোড়ে নতুন সাজে সজ্জিত একটি স্টল তৈরী করে সেখানে প্রতিদিন বিকেলেই প্রায় শতাধিক মানুষের মাঝে নাম মাত্র ২টাকা নিয়ে হরেক রকমের সুস্বাধু ইফতার সামগ্রী বিক্রি করছেন।
জানা যায়, "পবিত্র রমজান মাসে, অসহায় রোজাদারদের পাশে" এমন স্লোগান নিয়ে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা উদ্যোগ নেন স্থানীয় ঠিকাদার মেসার্স হাওলাদার ট্রেডার্স মালিক মোঃ তারেকুজ্জামান তারেক হাওলাদার। স্থানীয় অসহায়, সুবিধা বঞ্চিত ও নি¤œ আয়ের রোজাদারদের মুখে সু স্বাধু ইফতারী পৌছে দেয়াই তার লক্ষ। সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া ৭ পদের এ ইফতারী প্রতিদিন দুই টাকার বিনিময়ে কিনে নেন এলাকার অসহায় ও দরিদ্র মানুষেরা। তারা এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউও নিচ্ছেন এই ইফতারী। আয়োজকরা জানান, এর ধারাবাহিকতা প্রতিবছর রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু হবে।
এদিকে ব্যক্তি মালিকানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন নাগরিক পরিষদ। ভবিষ্যতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আশাবাদ প্রকাশ করেন তারা।
দুই টাকার ইফতারী পেয়ে নিস্বাস ফেলে বলেন, যারা নিম্ন আয়ের মানুষ আছি তারা ইচ্ছে করলেও এমন ইফতার ক্রয় বা নিজেদের তৈরি করা সম্ভব হতনা। তাই এখান থেকে প্রতিদিন ইফতারী নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে এক সাথে ইফতার করি।
মেসার্স হাওলাদার ট্রেডার্স মালিক মো. তারেকউজ্জামান তারেক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনই নিজ বাড়ীতে ৭পদের এ ইফতারী তৈরী করে নতুন অনটাইম ফুড বক্সে দিয়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ২টাকা নিয়ে এই ইফতার বিতরণ করা হয়। তিনি আরও বলেন, প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।