রাজবাড়ী সদর উপজেলার কোলা গ্রামে পুরবী ইসলাম (৪৫) নামে এক শিক্ষিকা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। তিনি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কোলা সদর উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী শিক্ষিকা পুরবী ইসলাম শুক্রবার রাতে নিজবাড়ীতে গলায় ফাঁস নেয়। বাড়ীর লোকজন দেখে দ্রুত নামানোর আগেই সে মারা যায়। পরে রাত ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পুরবীর বাবার বাড়ীর লোকজনের দাবী তাকে মানসিক চাপসহ বিভিন্ন ভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছে। নিহতের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে ওই শিক্ষক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ওই শিক্ষিকার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।