মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিববর্ষ উপলক্ষে একক গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভুমিহীনদের ৩০ টি ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন কালে তিনি সুবিধাভোগীদের সাথে কথা বলেন। সুবিধাভোগী নিজেরাই কাজের সহযোগিতা এবং তদারকি করছেন। তারা এ ঘর পেয়ে খুব খুশি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার সকাল ১০টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামে পরিদর্শন কালে সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) স্নেহাশীষ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ।