রংপুরের পীরগাছায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১৩ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার খালেক মেম্বারের মোড় সংলগ্ন মোতাহার হোসেন চৌধুরী জুট মিল লিমিডেট এর একটি ঘর থেকে তাদের আটক করে পীরগাছা থানা পুলিশ। আটককৃতদের শুক্রবার রংপুর আদালতে পাঠানো হয়।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান, মকছেদ আলী, সহকারি উপপরিদর্শক (এমসআই) জাহিদুল ইসলাম ও আজগার আলীর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খালেক মেম্বারের মোড় সংলগ্ন মোতাহার হোসেন চৌধুরী জুট মিল লিমিডেট এর একটি ঘরে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জন জুয়ারীকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, মিঠুপুকুরের খোর্দ কাশিনাথপুরের রুবেল মিয়া (২৫), কমল চন্দ্র (৩১), গঙ্গাচড়ার খলিফার বাজারের মমিনুল হক (২৯) হয়রত আলী (২৬), শাহজাহান মিয়া (২৮), কাউনিয়ার নিলাম খরিদা সদরা গ্রামের প্রদীপ কুমার (৩২), নজিরদহ গ্রামের আবু তাহের (২৬), বালাঘাট মাষ্টারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩০) পীরগাছার কুটিপাড়া গ্রামের বিপুল মিয়া (৩৭), আবদুল মজিদ (৪০), উলিপুরের উত্তর দলদলিয়া গ্রামের এমদাদুল হক (৩৫), পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দান দীঘি গ্রামের বিপ্লব রায় (২২) ও পঞ্চগড় সদরের গড়েরডাঙ্গা গ্রামের আলহাজ্ব আলী (৩৫)। তারা দীর্ঘদিন থেকে ওই জুট মিলের ম্যানেজার বামন চন্দ্রের সহযোগিতায় টাকা দিয়ে জুয়া খেলতো। আটকের সময় তাদের নিকট হতে ১৩টি মোবাইল ফোন ও ১০ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে এসব জুয়ারীদের গ্রেফতার করা হয়। শুক্রবার একটি মামলা দায়েরের পর তাদের রংপুর আদালতে পাঠানো হয়েছে। যার মামলা নং-০৮।