রংপুরের তারাগঞ্জ উপজেলাকে চলতি অর্থ বছর ( ২১/২০২২) জুনের মধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ন-২ প্রকল্পের বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়োজিত বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হারুন-অর রশিদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালি ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, সয়ার ইউপি চেয়ারম্যান ইবাদত হোসেন পাইলট,কুর্শা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশিন সরকার,উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, সদস্য আরিফ শেখ, খলিলুর রহমান খলিল, রহমত ম-ল, সুমন আহমেদ,উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
তারাগঞ্জ উপজেলাকে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ। সেই স্বপ্নিল আশ্রয়ন-২ প্রকল্পের বাস্তবায়নে
ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে উপজেলার সকল শ্রেনী-পেশার মানুষজনকে নিজ দায়িত্বে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, প্রতিটি ইউনিয়নে আগামী ১৫ এপ্রিল এর মধ্যে ভূমি অফিসে তথ্য প্রদানসহ ব্যাপকভাবে প্রচারের জন্য বিভিন্ন পদক্ষেপ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।