রংপুরের বদরগজ্ঞ সরকারী কলেজের অধ্যাক্ষ মাজেদ আলী খানের নিয়োগ বানিজ্যে কলেজের অর্থ তছরুপ সহ ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বৃহসপতিবার দুর্নিতী দমন কমিশন রংপুর সমন্মিত কার্যালয় দুদক আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি রংপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে রংপুরের বদরগজ্ঞ উপজেলা সরকারী কলেজের অধ্যাক্ষ মাজেদ আলী খান পিতা মৃত মজিদ খান বাড়ি রামনাথপুর পাঠান পাড়া উপজেলা বদরগজ্ঞ জেলা রংপুর উসৎ উদ্দেশে,্য অপরাধমুলক অসদাচরনের মাধ্যমে প্রতারনা ও জ্বালিয়াতি পুর্ব্বক ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং বাংলা বিভাগে জনৈক মমিনুল ইসলাম, শফিকুল ইসলাম এবং মমিনুল ইসলামকে নিয়োগ প্রদান করে এবং এবং অপরাধ জনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হাজার ২শ ৩৯ টাকা আত্মসাৎ করে দন্ড বিধি আইনের ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নিতী প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্তে এসব অপরাধ প্রমানিত হওয়ায় দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন ক্রমে দুর্নিতী দমন কমিশন সমন্মিত জেলা কার্যালয় রংপুর বৃহসপতিবার একটি মামলা দায়ের করেছে। যার মামলা নম্বর ৩ তারিখ ৭.০৪.২২ইং।
এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বদরগজ্ঞ সরকারী কলেজের অধ্যাক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে কলেজ ফান্ডের বিপুল পরিমান অর্থ আত্মসাৎ এবং অবৈধ নিযোগ প্রদান সহ বিভিন্ন অভিযোগে আজ বৃহসপতিবার দন্ডবিধি ও দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।