রমজান মাসে দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলিস্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। পাইকারিতে প্রতিকেজি মটরশুঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।অন্যদিকে আমদানিকৃত এসব মটরশুঁটি যাচ্ছে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।
গতকাল মটরশুঁটি বোঝাই ভারতীয় একটি হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে পণ্যটির আমদানি শুরু হয়। মটরশুঁটি গুলো খাঁন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানটি ভারতের বিহার থেকে আমদানি করছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুব হোসেন বলেন,রমজান মাসে চাহিদা থাকায় ও দেশে মটরশুঁটি সরবরাহ না থাকায় ভারত থেকে এসব মটরশুঁটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে আমদানিকৃত এসব মটরশুঁটির ব্যাপক চাহিদা রয়েছে। দুই মাস বন্ধের পর আমদানি শুরু করেছি।প্রতিকেজি মটরশুঁটি বন্দর থেকে পাইকারীতে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি কাষ্টমসের উপকমিশনার কামরুল ইসলাম বলেন,এই বন্দর দিয়ে মটরশুঁটি আমদানি হয়েছে। মটরশুঁটি যেহেতু কাঁচাপণ্য আমদানিকারক যাতে এটি দ্রুত ছাড়রকরণ করে বাজার জাত করতে পারে সেদিকে লক্ষ্য রেখে দ্রুত শুল্কায়ন করা হচ্ছে। এসব মটরশুঁটি শুল্কায়ন করা হচ্ছে ৪১০ ডলারে তাতে প্রতিকেজি মটরশুঁটিতে ডিউটি পড়ছে প্রায় ২১ টাকার মতো। প্রথমদিন ভারতীয় একটি ট্রাকে ২ হাজার ৬শ ৮০ কেজি মটরশুঁটি আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।