চট্টগ্রামের হাটহাজারীতে নকশা বর্হিভূত নির্মিত ভবন উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া পরিবেশ আইন লংঘন করে জলাধার ভরাটকারীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুহস্পতিববার উপজেলা প্রশাসন পৌরসভার কবুতর হাট সংলগ্ন রশীদ ভবনে এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত এই সময় ভবন মালিককে জলাধার ভরাটের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, হাটহাজারী পৌরসভার কবুতরহাট সংলগ্ন এলাকায় রশীদ ভবনের মালিক নকশা বর্হিভূত ভবন নির্মাণ এবং জলাধার ভরাটের সংবাদ অবহিত হয়ে বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নকশা বর্হিভূত ভবন নির্মাণকাজ প্রত্যক্ষ করে তাৎক্ষণিক ভাবে উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া পরিবেশ আইন লংঘন করে ভবন সংলগ্ন স্হানে জলাধার ভরাট করার দায়ে রশীদ ভবনের মালিককে নগদ ৫০ হাজারটাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে নিয়ম বর্হিভূত কোন কাজ না করার বিষয়ে। ইউ এন ও নকশা বর্হিভূত নির্মিত ভবনের তালিকা করার জন্য পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছেন। তালিকা করার পর পর নকশা বর্হিভূত ভবন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।
অভিযান পরিচালনা সময় পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মদ খাঁন ,সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আক্তার হোসেন, উপস্থিত ছিলেন।