ইলিশ প্রজননের অভয়াশ্রম চাঁদপুরের পদ্মা-মেঘনায় জাটকা নিধনে সরকার ঘোষিত নিষিদ্ধ সময় মার্চ-এপ্রিল মাস। নিষেধাজ্ঞা স্বত্ত্বেও থেমে নেই জাটকা নিধন। এ যেন চোরে না শোনে ধর্মের কাহিনী। নির্দিষ্ট এ সময়ে
মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার একশ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও চাঁদপুরের ৬০ কিলোমিটার এলাকায় প্রশাসনের অভিযানকে ফলো করে চলছে জাটকা নিধন।
ব্যাপক তৎপরতার পরেও নিষিদ্ধ সময়ে জাটকা নিধন কোনো ভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশসহ জেলা উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। ০৬ এপ্রিল গভীর রাতে চাঁদপুর হরিণা ফেরিঘাট নৌ পুলিশ চান্দ্রা ইউনিয়নের আখনেরহাট নদীরপাড় ঝোপ জঙ্গল থেকে বিপুল পরিমাণ জাটকা পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। প্লাস্টিকের ট্রেতে এবং বস্তায় জাটকা মাছ গুলো রাখা ছিল। নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকা মাছ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিশেষজ্ঞদের মতে, যে পরিমাণ জাটকা এই সময় নিধন করা হয়,
এ মাছগুলো বড় হওয়ার সুযোগ পেলে দেশের মাছের অভাব হতো না।
মতলব, চাঁদপুর সদর ও হাইমচর নদী তীরবর্তী সকল স্থান থেকেই অসংখ্য জেলে নদীতে নামছে এবং জাটকাসহ নদীর অন্যান্য মাছ চুরি-চামারি করে ধরছে বলে জানা যায়। চলমান জাটকা রক্ষা অভিযানের যে ২২ দিন সময় রয়েছে। নদীতে অভিযান তৎপরতা আরো জোরদার করা প্রয়োজন বলে অভিমত পর্যবেক্ষক মহলের।