বুধবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিক এলাকা হতে ১ কেজি গাঁজা সহ দুইজনকে এবং চকশিমুলিয়া গ্রাম থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলো উপজেলার গদাইপুর গ্রামের মোঃ আন্তাজ আকন্দের ছেলে মোঃ মোবারক আকন্দ (২২) ও পশ্চিম মানিক গ্রামের মৃত মোকছেদ আকন্দের ছেলে মোঃ জাহিদ হাসান (২৩) এবং চকশিমুলিয়া গ্রামের মোঃ ফেরদৌস’র ছেলে মোঃ বায়জিদ বোস্তামী (২৭)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম ঘটনার নিম্চিত করে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।