চাঁদপুরের লক্ষীপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে আনীত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণে অনিয়ম ও মেঘনা নদীতে অনুমোদনহীন বালু উত্তোলন করে অবৈধ বালু ব্যবসার মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বুধবার (৬ এপ্রিল) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা সংক্রান্ত দুদক জনসংযোগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণে সুকৌশলে জমির মূল্য প্রায় ২০ গুণ বেশি দেখিয়ে সরকারের প্রায় ৩৬০ কোটি টাকা আর্থিক ক্ষতি করা হয়েছে।
একই সাথে মেঘনা নদীতে অনুমোদনহীন বালু উত্তোলন করে পরিবেশ ও প্রাণ বৈচিত্র্যের অপরিসীম ক্ষতি এবং অবৈধ বালু ব্যবসার মাধ্যমে সরকারের বিপুল রাজস্বক্ষতির অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে।
অভিযানকালে দুদকের টিম চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মৌজায় চাঁদপুর-হাইমচর সড়কের পাশে মেঘনা নদী থেকে ৮০০ মিটার দূরত্বে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমি সরেজমিনে পরিদর্শন করে।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, জেলা রেজিস্টারের কার্যালয়, বিআইডব্লিউটিএ ও জাতীয় নদী রক্ষা কমিশন থেকে অভিযোগ সম্পর্কিত রেকর্ডপত্র সংগ্রহ করে দুদকের টিম।
সংগৃহীত রেকর্ডপত্রে চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদী অংশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে প্রকৃতি-পরিবেশ বিনষ্টসহ রাজস্বক্ষতি এবং প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সরকারের বিরাট অঙ্কের অর্থ লুটপাটের দুরভিসন্ধি সম্পর্কে আনীত অভিযোগের সত্যতা পায়।
দুদক, সজেকা, কুমিল্লা’র সহকারী পরিচালক রাফী মো. নাজমুস্ সা’দাৎ-এর নেতৃত্বে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকারী টিম এ বিষয়ে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে দ্রুতই কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফিরে দেখা: একটা সময় কিছুই ছিল না তাঁর। ঢাকার ফরাসগঞ্জ, মুক্তিযোদ্ধা ক্লাব সহ বিভিন্ন ক্লাবে ক্লাবে তাস খেলায় ছিল যার পেশা।
২০০০৮ সালে হরিনা ফেরিঘাটের নৌ চ্যানেলে ৩০ লক্ষ আর ২০ লক্ষ ঘনফুট বালু উত্তোলনের ড্রেজিং করার অস্থায়ী আদেশ নৌ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ কতৃপক্ষের কাছ থেকে পেয়ে শুরু করেন মেঘনায় বালু কাটা।১৫ দিন বা এক মাসের মধ্য ওই পরামান বালু সে কেটে বিক্রি করলেও তার বালু কাটা আর শেষ হচ্ছে না।২০০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চাঁদপুর সদর আসনের ডাঃ দীপু মনি এমপি তখন তিনি পররাস্ট্রমন্ত্রী ও স্থানিয় নেতা ওসমান হাজী(এখন যিনি চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান) তাদের সখ্যতায় ওই সেলিম চেয়ারম্যানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
শুরু হয় তার বালুর সা¤্রাজ্য।
সরকারকে সরকারের রাজস্ব ফাঁকি দিতে আর সেই রাজস্ব নিজে প্রকৃতিতে উচ্চ আদালতে এই বালুকাটা নিয়ে রীট করে সেলিম খান। এরপর থেকে ২০২২ সাল চাঁদপুর মেঘনার ৭০ কিঃমিঃ নৌ পথ সেখানে নদীর আস্তর বালু সেখানেই সেলিম খানের অসংখ্য ড্রেজার। বালু উত্তোলন আর বিক্রিতে থামাথামি নেই। সেই থেকে বনে যান আওয়ামী লীগ নেতা। তারপর চাঁদপুর সদর ১০ নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এই বালুর টাকায়। হাইকোর্টে রিট করে পাঁচ বছর নির্বাচন না করে অতিরিক্ত দায়িত্ব পালন করেছে সে। এরপর নির্বাচনে পুরো পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসেন চেয়ারম্যানের দায়িত্বে।
প্রায় এক যুগেরও বেশি সময় শূন্য থেকে প্রায় হাজার কোটি টাকার মালিক বনে যান তিনি।
এখন তার একাধিক নামি দামি গাড়ি, ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুরে একাধিক বাড়ি এবং নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি, পত্রিকা টিভির মালিক, কাছে মার্কেট বিপনী বিতান। তার এই অবৈধ সহায়-সম্পদ বিপুল অর্থের খোঁজে মাঠে নেমেছে দুদক।