চট্টগ্রামের হাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পৌরসভার বাজার, কাচারি সড়ক এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আবু রায়হান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিচ্ছন্ন না থাকায় আল ফয়েজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা,মুল্য তালিকা না থাকায় মাছের দোকান ১হাজার ও মুদির দোকানকে ২হাজার টাকাসহ মোট ১৩হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৩৮ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।
এছাড়াও ওয়েল ফুড, বনফুল, সাদিয়া'স কিচেন, বেঙ্গল ফুডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযানকালে সার্বিক পরিবেশ ভাল দেখতে পাওয়া যায়। এ বিষয়ে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রায়হান জানান,তালিকা না থাকায় মাছের দোকান, মুদির দোকান ও পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় রেস্টুরেন্টে জরিমানা করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।