মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে দুই কিশোরের লাশ উদ্বার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯ টায় মুন্সীগঞ্জ জেলা শহরের নিকটবর্তি নয়াগাঁও এবং মিরকাদিম লঞ্চঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্বার হয়। হতভাগ্য দুই কিশোরের পরিচয় পাওয়া গেছে,এরা হলো ভোলার আবুল কালামের ছেলে রিয়াম(১৭) এবং অপর জন আলমগীর (১৯)। দুজনেই মিরকাদিম পৌরসভার মাস্তানবাজার এলাকায় ভাড়া থাকতো বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়,গত সোমবার এ দুজন অপরাপর বন্ধুদের সঙ্গে ধলেশ্বরী নদীত বেড়াতে যায়।এর পর তারা নিখোজ হয়। বিভিন্ন সূত্রমতে তারা নেশাজাতীয় দ্রব্য সেবন করে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়।
পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।