জয়পুরহাটের ক্ষেতলালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্তসহ চাঁদাবাজির মামলা করায় বাদীকে মারপিট করার পরও প্রাণ নাশের হুমকি দিয়েছে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ ঘটনায় এলাকায় থমথম পরিবেশ বিরাজ করেছে অবশেষে পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আলমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফোঁপড়া গ্রামের মোকারম হোসেনের ছেলে আব্দুস সবুর চঞ্চল ও তার কয়েকজন সহযোগী গত ১ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে তিন নারীসহ গ্রেফতার হয়। তারা জামিনে ছাড়া পেয়ে গত শনিবার ওই ইউনিয়নের মুকুল হোসেন নামের এক ব্যক্তিকে আটকে রেখে প্রাণে মারার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। সে প্রাণভয়ে বাধ্য হয়ে ১০ হাজার টাকা তাদের বিকাশে দিলে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি চাঁদাবাজীর মামলা করে ওই মুকুল হোসেন।
ওই ঘটনার জেরে মুকুল হোসেন ৫ (এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়ী পাঁচুইল থেকে ফুলদিঘী বাজারে এলে আবার তারা ক্ষিপ্ত হয়ে ওই সভাপতি ও তার ছোটভাই মোকাদ্দেসসহ সহযোগী ফোঁপড়া গ্রামের আবেদ আলী ছেলে সোহরাব হোসেন, বানাইচ গ্রামের মকবুল হোসেনের ছেলে মফা সংঙ্গবদ্ধ হয়ে আবার মুকুলকে আটকে রেখে বেধরক মারপিট করতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মুকুল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সভাপতি আব্দুস সবুর চঞ্চল এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ ওসি রওশন ইয়াজদানী বলেন, আলমপুর ইউনিয়ন ফুলদিঘী বাজারে গতকাল চাঁদাবাজি একটি মামলা হয়েছে। দুই পক্ষ আবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।