চট্টগ্রামের চন্দনাইশে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে এ রোগে বেশীর ভাগ শিশু আক্রান্ত হচ্ছে। উপজেলার চন্দনাইশ সদর হাসপাতাল ও দোহাজারী হাসপাতালে প্রতিদিন ১০--১৫ জন ডায়রিয়া রোগি আসছে। স্বাস্হ্য সেবা নিতে দুর-দুরান্ত থেকে আসা রোগিদের দীর্ঘ লাইন। সেবা দিতে গিয়ে বহি:বিভাগে ডাক্তারকে খেতে হচ্ছি হিমশিম। উপজেলা স্বাস্হ্য ও প:প কর্মকর্তা ডাক্তার রুমা ভট্টাচার্য্য বলেন, প্রয়োজনীয় ওষুধ পত্র মওজুত থাকায় হাসপাতালে রোগীদের সেবায় কোন অসবিধা হচ্ছেন না।