চন্দনাইশ থানা পুলিশ দোহাজারীতে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ১২শত ৬৫টি কাটুন বিদেশী সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ৭টার সময় দোহাজারী সিঙ্গার শো রুমের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কক্সবাজার জেলা উখিয়া থানার ৩নং হলুদিয়া এলাকার ফকির আহমদের ছেলে আবদুল গফুর প্র: হাসাস (৩৮) ও মো: ইসমাইলের ছেলে জাহিদুল ইসলাম(১৯)। এ সময় পুলিশ চোরাচালান কাজে ব্যবহারকৃত ১জীপ জব্দ করেন। পরে তাদেরকে কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।