”সবাই মিলে খেলা করি’ মাদকমুক্ত সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখেই কালীগঞ্জে জাতীয় ও আত্মজার্তিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ -সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার যুথি প্রমুখ।
বক্তাগন বলেন, যুবরাই আগামী দিনের ভবিৎষত। মাদকের ছোবল থেকে যুবদের রক্ষায় তাদেরকে ক্রিড়াতে সম্পৃক্ত করা প্রয়োজন। এজন্য বেশি বেশি ক্রীড়া অনুষ্টানের আয়োজনের মাধ্যমে যুবদের খেলার মাঠ মুখি করাতে হবে। এছাড়াও বিশে^র দরবারে বাংলাদেশের পরিচিতি বাড়াতে খেলাধুলার কোন বিকল্প নেই।
এ সভাতে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন, এনজিও ও গনমাধ্যমকর্মী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।