প্রতিবন্ধী অধিদপ্তর চালুকরণসহ ৩ দফা দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিবন্ধীরা নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু এখনও বেশির ভাগ প্রতিবন্ধী তাদের নিজ পরিবার ও স্বজনদের কাছে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা সরকারের কাছে মাসিক ৭৫০ টাকা হারে ভাতা পায়। এই টাকায় একজন প্রতিবন্ধীর ভরণ-পোষন, চিকিৎসা ও অন্যান্য ব্যয় মেটানো সম্ভব না। এজন্য প্রতিবন্ধীদের জন্য সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবা মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী অধিদপ্তর চালু করা, প্রতিবন্ধীদের ভাতা মাসিক দুই হাজার টাকা করা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সম্প্রসারণ এবং শক্তিশালী করনের দাবী জানান বক্তারা।
রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া,রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিহির কুমার হালদার, বধির সংঘের সভাপতি অ্যাড. জোবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মানবাধিকার কর্মী সারথী রানী সাহা, সহ অন্যরা। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।