ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গজারিয়ায় উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল ) দুপুরে গজারিয়া উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো: শামসুল করিম।
এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এজন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
উপজেলা মৎস কর্মকর্তা শফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি,কৃষি কর্মকর্তা তৌফিক নুরই-এলাহী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, উপকার ভোগী সহ অনেকে। উপকার ভোগীরা হলেন গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের তপন চন্দ্র বর্মন, রসুল পুরের গোপাল চন্দ্র বর্মন, ,ভাটি বলাকীর মনির হোসেন,লস্করদীর নিতাই রাজ বংশী,ইসমানিচরের সুজন বর্মন,বৈদ্দারগাঁও গ্রামের ছাত্তার মিয়া,বালুয়াকান্দির আলম চাঁন,নয়াকান্দি সুবল চন্দ্র সরকার,পূর্ব নয়াকান্দির মনি লাল বর্মন, চরচাষীর লিটন মিয়া।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে গরু বিতরণ করেন।