দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মঙ্গলবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। নদীর মোহনায় দুই ঘন্টাব্যাপী পরিচালিত অভিযানে দশ হাজার মিটার অবৈধ জাল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে। সদরঘাট নৌ থানার ওসি এবি এম মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
নৌ থানার ওসি জানান, মঙ্গলবার নৌ পুলিশের পুলিশ সুপারের নির্দেশ পুলিশ হালদা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় অভিযান পরিচালনা করে দশ হাজার মিটার অবৈধ জাল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। নদীর বোয়ালখালী অংশে জাল পাতানোর সময় একটি ডিঙি নৌকাকে ধাওয়া করলে মাঝি নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত জাল গুলো মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শক্রমে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ডিঙি নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়। সামনে নদীতে মা মাছের ডিম দেওয়ার সময়। ফলে এখন নদীতে মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। নদীতে মাছের বিচরনের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেনীর লোভী মাছ শিকারী জাল দিয়ে মাছ শিকারে তৎপর হয়ে উঠেছে। এই বিষয়টি মাথায় রেখে নৌ পুলিশ ও প্রশাসন নদীতে অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযান নিয়মিত চলবে বলে তিনি উল্লেখ করেন।