চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকসা সংর্ঘষে জাহাঙ্গীর (৪০), আমান উল্লাহ ( ২৬), চন্দন (২৩) ও হাবিবুল্লাহ (৩০) নামে চার ব্যক্তি আহত হয়েছে। সোমবার হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের মেডিকেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা পৌরসভার আলমপুর, মুন্সিরমসজিদ ও চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে একটি অটোরিকসা ( সিএনজি) যাত্রী নিয়ে হাটহাজারী দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চার ব্যক্তি আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসা সেবা প্রদান করেন। তাছাড়া গত রোববার সকালে একই স্থানে অটোরিকসা ( সিএনজি) সংর্ঘষে ভ্যানচালক আহত হয়েছে। দৃপৃরে দুইটি মোটরসাইকেল সংর্ঘষে তিনজন আহত হয়।