মুন্সীগঞ্জ জেলা বাস মালিক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি আঃ খালেক সিকদার ও সাধারণ সম্পাদক নুর হোসেন বেপারী। রোববার দিবাগত রাতে পুর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে ৩১ মার্চ সিরাজদিখান সন্তোষপাড়া মোড় একটি পরিবহন কার্যালয়ের আঙ্গিনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ এর উপস্থিতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকটি মুল পদ ঘোষণা করা হয়।
সোমবার এক বার্তায় কমিটির দপ্তর সম্পাদক মো. আলী রনি জানান, আগামী ২ বছরের জন্য এ কমিটি দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন সিরাজদিখান পরিবহনের চেয়ারম্যান আঃ খালেক সিকদার, সাধারণ সম্পাদক দিঘীরপাড় পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক নুর হোসেন বেপারী ও সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ চৌধুরী।
এছাড়া সহ-সভাপতি পদে হাসান মাহমুদ সিকদার, সামসুদ্দিন হওলাদার ও মো. রফিকুল ইসলাম। যুগ্ন সাধারণ সম্পাদক পদে মধুসুদন সাহা, এম এ মালেক মোড়ল, তাইজুল ইসলাম ভুইয়া। সহ সাংগঠনিক পদে আহসান ফারুক রাসেল, কোষাধ্যক্ষ শংকর ভাওয়াল ও সহ-কোষাধ্যক্ষ নুরুজ্জামান।
জেলার ১১ টি পরিবহনের দেড় শতাধিক মালিক মুন্সীগঞ্জ জেলা বাস মালিক সমিতির সদস্য।
জেলা বাস মালিক সমিতিতে যে পরিবহন গুলো রয়েছে- সিরাজদিখান পরিবহন লিঃ, দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিঃ, ডিএম পরিবহন লিঃ, এসএস পরিবহন লিঃ, বৈশাখী পরিবহন প্রাঃ লিঃ, সীমান্ত পরিবহন লিঃ, ধানসিঁড়ি পরিবহন লিঃ, নিলাচল পরিবহন লিঃ, সেবা পরিহন, গাঙ্গচিল পরিবহন, টঙ্গিবাড়ি পরিবহন কোম্পানি লিঃ।