নোয়াখালীর সেনবাগে মুন্সি সেকান্দ আহমেদ জামে মসজিদের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মা’র নামাজের মধ্যদিয়ে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে সম্পূর্ন নিজ অর্থায়ায়ে মসজিদ নির্মান করেন চট্টগ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের কৃতী সন্তান মোঃ ওয়াজি উল্লা মিয়া। পিতা মুরহুম মুন্সি সেকান্দর আহমেদের স্মৃতিকে ধরে রাখতে তিনি ১২ শতাংশ জমিনের ওপর দো-তলা বিশিষ্ঠ্য ওই মসজিদটি নির্মান করেন। মসজিদটিতে কেন্দ্রীয় ভাবে রাখা হয়েছে শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থা এবং রাখা হয়েছে খতিব, ইমাম ও মোয়াজ্জেম থাকার আবাসন ব্যবস্থা এবং রান্নাবান্না করার জন্য রান্না ঘর। মসজিদটিত এক সঙ্গে তিনশত মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী মোঃ ওয়াজি উল্লা মিয়া, সহ-সভাপতি মোঃ আসিফ,কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ,মসজিদ কমিটির সেক্রেটারী বশির আহমেদ,ক্যাশিয়ার মোঃ হারুন সদস্য সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,মোঃ ইউনুস শাহাজাহান প্রমুখ।