চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ধামিরহাট জিসি মৌলভী বাজার সড়কে নিশিকান্ত খালের উপর নির্মাণকৃত আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কৃর্তক দরপত্রের মাধ্যমে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজটি এমএন ই Ñজে এস ই ( জেবি) নামের কন্সট্রাকশন স্বর্ত্তাধিকারী সাইফুল ইসলাম কাজ পান। ২০মি: দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের ব্যয় ছিল ১ কোটি ৮২লাখ ৭২হাজার ৬৭৭টাকা। বিগত ২১সালের ২৫জুলাই চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী এমপি ব্রিজ নির্মাণ কাজের ভিক্তি প্রস্থর স্থাপন করনে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার ব্রিজের পাইলিং শেষ না করে অদ্যাবধি কাজ বন্ধবস্থায় পড়ে রয়েছে।ঠিকাদার দায়িত্বহীনতার কারণে সড়কটি দিয়ে বরমা ইউনিয়নের ৩টি ওয়ার্ডের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি জীবনের ঝুকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে বিকল্প বাশেঁর সাকোঁ দিয়ে স্কুল কিংবা কলেজ বা মাদ্রাসায় যেতে হয়। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান ও বিশিষ্ট সমাজ সেবক মোসলেম খান বলেন,সড়কটি ছাড়া বিকল্প কোন পথ নেই। ব্রিজটি নির্মাণ করা না হলে গ্রীমকালে এলাকার লোকজন দু:খ কষ্টে চলাচল করলে ও বর্ষার সময় ঘরবন্দি হয়ে পড়বে মানুষ। বিধায় মানবিক স্বার্থে নিশিকান্ত খালের এ আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণ করা অতীব জরুরী হয়ে পড়েছে বিধায় সংশ্লিশ্ট প্রশাসনের সু-দৃষ্ঠি কামনা করেন। এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে,শিগগির কাজ আরম্ভ করা না হলে প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহন করা হবে জানান।