চট্টগ্রামের চন্দনাইশে মাদ্রাসার হেফজ খানার ৭ বছরের ছাত্রকে বলৎকার করার অভিযোগে শিক্ষক মওলানা কলিম উল্লাহ(১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার বরমা ইউনিয়নের বাতাজুরী সিরাজুন্নবী হেফজখানার শিক্ষক। সে বাশঁখালী উপজেলার
৩নং সরল ইউনিয়নের আবদুল আলিমের ছেলে। জানাযায়-ওইদিন ঐ শিক্ষক তার রুমে শিশুটিকে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের ছাত্র/শিক্ষকগন ছুটে এসে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির পিতা আবদুল আলিম বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।