দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৪হাজার মিটার লাইলেন সুতার তৈরি চার ঘেরা জাল ও ও জাল পাতানোর ৫০টি বাঁশ উঠিয়ে/কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে নৌ পুলিশ।
গতকাল শনিবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালদা নদীর মোহনা হতে মদুনাঘাট সেতু সংলগ্ন এলাকায় হালদা নদীর উভয় তীরের বিভিন্ন পয়েন্ট কচুখাইন, চান্দগাঁও ওয়াসা নদীর পাড়, ছায়ার চর, মদুনাঘাট পানি শোধনাগার এলাকায় চট্টগ্রামের নৌ পুলিশ অফিসার ইনচার্জ এ অভিযানে নেতৃত্ব দেন।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ এ বি এম মিজানুর রহমান জানান, হালদা নদীর মোহনা এবং আশপাশে ৬টি এলাকা হতে অবৈধভাবে পাতানো আনুমানিক সাড়ে ৪হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। তাছাড়া ৫০টি বাঁশ উদ্ধার করা হয়েছে।পরে বাঁশগুলো কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মৎস্য শিকারীরা নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে সরু খালের মধ্য দিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। হালদার মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।