মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নিমতলা আবাসিক এলাকায় মর্ডান গ্রীন সিটির আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
অনুষ্ঠানে মর্ডান গ্রীন সিটির চেয়ারম্যান লায়ন মো. সেলিম উল্লাহ’র সভাপতিত্বে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাফিজ আল আসাদ বারেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মাহবুব উর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামসুল হক প্রমুখ।