বেগমগঞ্জ উপজেলার মিয়াপুরে পূর্ব শত্রুতার জের ধরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, ভাংচুর ও ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ১লা এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটেছে।
প্রত্যক্ষ দর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার রমনীরহাট-আমিন বাজার সড়কের চৌরাস্তায় স্থানীয় মন্নান গ্রুপের সাথে রণি গ্রুপের কয়েক দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে মিয়াপুর ভূঁইয়া বাড়ী ও ভক্তগো বাড়ীর সামনে দু’গ্রুপের মধ্যে স্বয়ংক্রীয় ও ধারালো অস্ত্র শস্র নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। এ সময় তারা আবদুর রহিম নামে এক হোন্ডা আরোহীকে মাথা ফাটিয়ে দেয়। এ সময় তারা কয়েকটি সি.এন.জি ও রিক্সা ভাংচুর ও এক ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। এতে আরো তিন জন যাত্রী আহত হয়। পরে এলাকার বহু লোকজন ঐক্যবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসলে তারা রাস্তা অবরোধ ছেড়ে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আরো বড় ধরণের ঘটনা, প্রাণ হানির আশঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার ওছমান গনি জানান, গত কয়েক দিন আগে একটি গ্রুপ অস্ত্র শস্র নিয়ে আমিন বাজারে লুটপাটের চেষ্টা চালায়। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ এনে তাদেরকে তাড়িয়ে দেয়া হয়। এখন ঐ দিনের বিষয় নিয়ে সালিসের মাধ্যমে এক গ্রুপ মিমাংসার জন্য প্রস্তাব দেয়। এ গ্রুপই শুক্রবার রাতে মিয়াপুর গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া করলেও সড়ক অবরোধ বা ভাংচুর করেছে এমন ধরণের খবর আমি পাইনি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত সফিকুল ইসলাম জানান, ঐ এলাকায় গত কয়েক দিন ধরে কিছু অপরাধের কথা শুনা গেলেও শুক্রবারের ঘটনার ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের অভিযান জোরদার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।