চট্টগ্রামের চন্দনাইশে প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সকালে এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সহায়ক সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ্ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার,এনজিও সমিতির সভাপতি নুরুল হক,কৃষ্ণা দত্ত, ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রিয়াজ ,তাপস চৌধুরী প্রমুখ। পরে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।