হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মামুন মিয়ার পুকুর পাড় থেকে অসুস্থ অবস্থায় একটি বিপন্ন পাখি মদনটাক উদ্ধার করেছে হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ।
হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী'র সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্হানীয় লোকজন পাখিটিকে অসুস্হ অবস্হায় পড়ে থাকতে দেখে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেন।
তিনি আরো জানান, শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে তিনিসহ অফিস স্টাফ টিপলু দেব, মনোরঞ্জন অধিকারিসহ বন কর্মীরা পাখিটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অফিসে নিয়ে আসেন।
তোফায়েল আহমেদ চৌধুরী আরো জানান উদ্ধার হওয়া মদনটাক পাখিটির চিকিৎসা ও পরিচর্যা চলছে। সুস্থ হলে এটিকে বনে অবমুক্ত করে দেয়া হবে।