রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিকাল গ্রামে জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে আবদুর রশীদ(৬২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আংশকাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার এ ব্যাপারে আবদুর রশীদের পুত্র বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১,তারিখ ০১/০৪/২০২২ ইং। পুলিশ জানায়,গত সোমবার সকালে খয়ের বাড়ি গ্রামের আবদুর রশীদ আখবীজ ক্রয় করে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌছুলে একই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র আরিফুল ইসলাম পলাশ(২৮),লাল মিয়ার পুত্র আহসান হাবিব লিটন(৩৪)মজিবর রহমানের পুত্র মাহবুবার রহমান লাল মিয়া ও শ্যামপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র রাকিব লাঠি,ছোরা নিয়ে আক্রমণ ও এলাপাথাড়ী মারপিট করে। স্থানীয় লোকজন এ ঘটনা প্রত্যক্ষ করে ৯৯৯ এ ফোন দেয়। দ্রুত পুলিশ এসে ঘটনাস্থল থেকে আবদুর রশীদকে উদ্ধার করে। খয়েরবাড়ি গ্রামের দিলদার আলীর পুত্র সামছুল(৪০), তাজমল হোসেনের স্ত্রী জেসমিন(৩৫),কাফ্রিখাল গ্রামের মৃত জুমার আলীর পুত্র রবিউল(৩৬) এবং ওসমানপুর সরদারপাড়া গ্রামের খাজা মিয়ার পুত্র জনি মুমুর্ষ আবদুর রশীদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই বিধান চন্দ্র বলেন-মামলার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।