মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপিত। দিবসটি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমুহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাকজমকভাবে পালন করা হয়। সাত দিন ব্যাপি সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুজাউদ্দৌলা, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক আবদুল হাকিম ইমনের সঞ্চালনায় এতে প্রধান অথিতির ব্যক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল, গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ মুজিবুর রহমান প্রমূখসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিশেষ করে প্রশংসা পাওয়ার যোগ্য সঙ্গীতপ্রেমী সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর তত্ত্বাবধানে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আয়োজনটি। সমাপনী দিবসের অনুষ্ঠানে জুড়ী উদীয়মান শিল্পী স্বর্তিকা সূত্রধরের সঙ্গীত পরিবেশনা ছিল মনোমগ্ধকর। তেমনি মনোমুগ্ধকর হয়েছে নৃতানুষ্ঠানটি আর নাট্যপ্রদর্শনীত হয়েছে তুলানাহীন। নাট্যজন কবি ও সাংবাদিক মোঃ শহীদউল ইসলাম প্রিন্স এর রচনা ও নির্দেশনায় নাট্যযোদ্ধা’র পরিবেশনায় উপকারভোগী ও মূর্তি নামে দুটো নাটক মঞ্চস্থ হয়েছে। যা দর্শকরা খুব উপভোগ করেছেন।