মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা। পুলিশের চোখকে ফাঁকি ইয়াবা কারবারিরা গড়ে তোলেছে ইয়াবা সিন্ডিকেটের রমরমা বাণিজ্য। ইয়াবা একটি লাভজনক ব্যবসা হওয়ায় দিনদিন ওই ব্যবসার পরিধি বেড়েই চলেছে। গত ২১ মার্চ সোমবার এই ব্যবসার দু’জন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সিন্ডিকেটের হোতাদের আটক করার পর থেকে জুড়ী ইয়াবা হাটে আগুন লেগেছিল। এখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, পুরনো ডিলারদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে ধীরে ধীরে নতুনরা ব্যবসার মার্কেট নিয়ন্ত্রণ করছে। এদের প্রায় সকলেই মাদকদ্রব্য নিয়ে ইতঃপূর্বে পুলিশের হাতে আটক হয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল। কারাগারে কিছুদিন থাকার পর জামিনে ছাড়া পেয়ে এসে ফের জড়িয়ে পড়ে এই ব্যবসায়। এরা আবার কয়েকটি গ্রুপে বিভক্ত। এক একটি গ্রুপে ২০ থেকে ২২ জন সদস্য রয়েছে। এরা খুচরা ব্যবসায়ী। পুলিশের খাতায় খুচরা ব্যবসায়ীদের নাম রয়েছে। পুলিশের সোর্স পরিচয়ে বাতেন এসব খুচরা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে। ২১ মার্চ আটক হওয়া বাতেন ও কামাল নামে দু’জন ইয়াবা ব্যবসায়ীর খোঁজখবর নিতে গিয়ে তাদের নেটওয়ার্ক সম্পর্কে বিশাল তথ্য পাওয়া যায়। জাঙ্গীরাই গ্রামে আবদুল আলীম মার্কেটে কামালের একটি পাইকারী মালের দোকান রয়েছে। পাইকারী মালের আড়ালে সে ইয়াবার ব্যবসা চালায় বলে সূত্র জানায়। আবু সায়েম নামে একই গ্রামের আবদুর রহিমের ছেলে তার ব্যবসার সহযোগি হিসেবে কাজ করছে। আবু সায়েমই খুচরা ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়াও সে ইয়াবার হোম ডেলিভারীর দায়িত্বে রয়েছে বলে জানা গেছে। জুড়ীতে ইয়াবার পাইকারী চালান আসে কক্সবাজার ও ভারত থেকে। এসব মাল সীমান্ত পেরিয়ে প্রথমে চুঙ্গাবাড়ি ফাঁড়ী বাগানে আসে, সেখান থেকে সিএনজি যোগে ফরিদ ও মুজিবুর নামের দু’জন মাছ ব্যবসায়ীর মাধ্যমে জুড়ী শহরে প্রবেশ করে। এসব মাছ ব্যবসায়ীরা হলো ক্যারিয়ার। ক্যারিং খরচ পেয়েই তারা সন্তুষ্ট। গন্তব্যে মাল পৌঁছে যাবার পরই তাদের দায়িত্ব শেষ। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে উত্তর জাঙ্গীরাই গ্রামের আমির দেলোয়ার, বেলাগাঁও গ্রামের হেদুর ছেলে সেলিম, মৃত কাশেমের ছেলে ইব্রাহিম, কণ্টিনালার বিল্লাল, দুলাল, রানীমুরার মুজিব, মুলিউরার রাসেল, রেল কল্লোনির জাহাঙ্গীর, হক্কা রুবেল, মেইকার কাউছার, রেল স্টেশনের লিটন, হরিরামপুরের কবির, ভবানীগঞ্জবাজারের বিরতির ছেলে পিংলা বিল্লাল, ভোগতেরা গ্রামের রুবেল, খাল পাড়ের লকুছ, শিশুপার্ক সিএনজি স্ট্যান্ডের ড্রাইভার ফারুক, রতœা চা বাগানের বিপুল, এরা সবাই মাদক ব্যবসায়ী, এসব ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকার মাদক বিক্রি হচ্ছে। এদের ছাড়াও গোয়ালবাড়ী পূর্বজুড়ীসহ অন্যান্য ইউনিয়নগুলোতেও রয়েছে ইয়াবার সিন্ডিকেট। দিনদিন এই সিন্ডিকেটের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। যারা ইতঃপূর্বে আইনশৃংঙ্খলাবাহিনীর হাতে আটক হয়েছে এবং কিছুদিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পেয়ে এসে ফের এই ব্যবসায় জড়িয়ে পড়ে। তাদের বক্তব্য মামলায় উকিল খরচ মেটাতে গিয়ে ফের মাদক ব্যবসা চালাতে হয় আমাদের। পুলিশের সাড়াশি অভিযানে আটক হয়ে মাদক কারবারের সাথে সম্পৃক্ত কোনো সদস্য জেলখানায় গেলে সিন্ডিকেটের অন্য সদস্যরা স্পটগুলোতে ব্যবসার হাল ধরছে। নেশার জন্য খরচ যোগাতেই অনেক সেবনকারী খুচরা ব্যবসায়ী হয়ে উঠেছে বলে জানা গেছে। জুড়ী থানা পুলিশের এএসআই মনিরুল ইসলাম জানান, জুড়ী থানায় ইতঃপূর্বে ঘোষিত মাদকমুক্ত থানা, এই থানায় যোগদান করে মানুষদের সাথে মিশে দেখতে পেয়েছি এখানে ভালো মানুষের সংখ্যাই বেশি। আমরা এই ভালো মানুষদের পরিবেশকে কিছুতেই নষ্ট হতে দিবনা। আমরা মাদকের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। মাদকের সাথে যুক্ত প্রত্যেকের খোঁজ-খবর নিয়েই আটকের ব্যবস্থা করা হবে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, পর্যায়ক্রমে ইয়াবার সাথে যুক্ত সকলকে আটক করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।