দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ভোরে নদীর নয়াহাট থেকে গুমানমর্দ্দন ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদায় অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।