চট্টগ্রামের হাটহাজারীতে ফসলী জমির মাটি (টপ সয়েল) কাঁটার অপরাধে ২টি এস্কেভেটর মালিককে অর্থ দন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বলেন,কৃষি ও ফসলী জমির টপসয়েল বাণিজ্যিক ভাবে ব্যবহারের অপরাধে ২টি এস্কেভেটরের মালিককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে মর্মে সতর্ক করা হয়।অভিযান অব্যাহত থাকবে।