দ্রব্যমুল্যের লাগামহীন উধ্বগতি ও সারাদেশে প্রতিটি সেক্টরে সরকারের সীমাহীন দূর্নীতির প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পাম্প মোড় এলাকায় ঘন্টাকাল ব্যাপী এই প্রতীকী অনশন পালন করা হয়। মাদুর বিছিয়ে রাস্তায় বসে অনুষ্ঠিত প্রতীকী আনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র-সহ সভাপতি মোঃ আবু হানিফা,সহ-সভাপতি মোঃ সাহেব আলী,যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক,চিলমারী ইউনিয়ন সভাপতি ইহসানুল হক, যুবদল নেতা আমজাদ হোসেন, লোকমান হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক নেতা আবদুল মতিন প্রমূখ। ঘন্টা ব্যাপী চলমান প্রতীকী অনশনে চিলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইহসানুল হককে শরবত পানের মাধ্য দিয়ে শেষ করা হয়।