শ্রীমঙ্গলে উপজেলা সমবায় দপ্তরের সাথে ওয়াশ স্যানিটেশন ও স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশা কার্যালয়ে ‘ফরম্যাশন অব ওয়াশ বিজনেস অ্যাসোসিয়েশন’ শিরোনামে মতবিনিময় সভাটি সিমাভীর অর্থায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ডব্লিউএআই সাব-প্রোগ্রাম বাংলাদেশ প্রজেক্টের অধীনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আশা’র রিজিওনাল ম্যানেজার মোঃ আকছির মিয়া এবং পরিচালনা করেন হোপ ফর দ্য পুওরেস্টের ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন এবং মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ রুহুল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় উদ্যোক্তাদের বর্তমান অবস্থা, তাদের ব্যবসায়িক ও সার্বিক উন্নয়নে হোপ ফর দ্য পুওরেস্টের ভূমিকা, ওয়াশ সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার ওয়াশ এসডিজি স্টাফ, আশা ১ ও ২ ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন স্যানিটেশন, স্যানিটারী ন্যাপকিন, পানি ও ময়লা সংগ্রহকারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম কিভাবে ওয়াশ সংগঠন তৈরি করা যায় সে বিষয়ে সম্যখ ধারণা প্রদান করেন।