সামনে রমজান মাস, আয়-রোজগার করবার কেউ নেই। পুলিশ ইলিফ (রিলিফ) দিয়া আমগো ভালায় করল। এইসব খায়া রোজা করবার পামু। কথাগুলো বলেছিলেন ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চর বাগুয়ার সত্তোর্ধ বৃদ্ধা কছবান বেওয়া। হকের চর গুচ্ছ গ্রামের বাসিন্দা আইজল মিয়া(৭০)। ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে জমি-জমা হারিয়ে এখন নিঃস্ব। বয়সের ভারে ঠিকমত চলতে পারেন না, তবুও এসেছেন ত্রাণ নিতে। এ সময় তার সাথে হলে তিনি জানান, নদী আমগো সব শ্যাষ কইরা দিছে। এহন আশ্রয় নিয়েছি সরকারের গুচ্ছ গ্রামে। বর্তমানে বাজারে যাওন যায় না। জিনিস-পাতির যা দাম। সব কিছু তো কিনতে পারি না। এগুলে(ত্রাণ) পায়া মেলা উপকার হইলো।
আসন্ন রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ব্রহ্মপুত্র নদের দূর্গম চরাঞ্চলে ২০০ অসহায় মানুষের মাঝে চাল,ডাল, আটা, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ এ স্লোগান কে ধারণ করে বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর অঞ্চল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ- অপস) সুশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(কুড়িগ্রাম সার্কেল) জিয়াউর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার(ভূরুঙ্গামারী অঞ্চল) মোর্শেদুল আলম, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির, ওসি তদন্ত রুহুল আমিন, উপপরিদর্শক মশিউর রহমান, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।