প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উর্মি তাবাস্সুম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল সরকার প্রমুখ।