চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ১নং ওর্য়াডস্থ বীর মুক্তিযোদ্ধা কবির আহমদের বাড়িতে গৃহবধু ঝিনুক আক্তারের পরকিয়া প্রেম লিলা দেখে ফেলায় পুত্রবধুর হাতে শাশুড়ি দিলুয়ার বেগম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসীরা। বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,নজরুল ইসলাম,মো: নোমান,মো:হোসেন,শিউলি আক্তার ,আরজু আক্তার ,উম্মে ছালমা,বিউটি আক্তার ,জামাল উদ্দিন,জালাল উদ্দিন,শাহ জাহান প্রমুখ। মানববন্ধনে বক্তারা পুত্রবধুর হাতে শাশুড়ি দিলুয়ারা হত্যাকারীদের গ্রেফতার পূর্বক সুষ্ট বিচারের দাবি জানান। উল্লেখ্য যে পূর্বপরিকল্পিতভাবে গত ২৯মার্চ রাত ৮টার সময় শাশুড়ি দিলুয়ারা বেগমকে হত্যা করে রান্না ঘরের ভিমের সাথে ঝুলিয়ে রাখা অবস্থায় পুলিশ উদ্ধার করেন।