নোয়াখালী জেলা বিএনপির ত্রান ও পূর্নবাসন সম্পাদক সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের টানা চার বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (৩০মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক পত্রে ওই বহিস্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে বিগত ২০২১ সালের (১৭ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক পত্রে ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমানকে ইউপি নির্বাচন চলাকালিন সময়ে বিএনপি নেতাদের নিয়ে কুটউক্তির অভিযোগ এনে নোয়াখালী জেলা বিএনপির ত্রান ও পূর্নবানস সম্পাদক সহ বিএপির প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিস্কার করেন। এরপরও আবদুর রহমান ৪র্থ বারের মতো বিপুল ভোটে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে বর্তমানে ৬২টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে। বর্তমানে আবদুর রহমান চেয়ারম্যান ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।