চট্টগ্রামের সীতাকু-ে বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা এক যুবককে মারধর সহ চেয়ারম্যানের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ অনিদিষ্ঠকালর জন্য পরিষদের সকল কার্যক্রম ঘোষণা করেছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে ২৪ ঘন্টা পর আবারো পরিষদে সকল সেবা কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় চেয়ারম্যান রেহান উদ্দিন বাদী হয়ে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম সহ ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, চট্টগ্রামের সীতাকু-ে বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদে গত ২৯ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় চেয়ারম্যানের কার্যালয়ে সেবা প্রার্থী অভি নামে এক যুবককে বহিরাগত কিছু সন্ত্রাসী অস্ত্রর মুখে জিম্মি করে বাইরে নিয়ে গিয়ে মারধর করে। এ সময় সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করেছে। চেয়ারম্যান এর প্রতিবাদ করলে তাঁকেও প্রকাশ্য হত্যার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (নির্দেশদাতা) সুনির্দিষ্ট ৮ জন এবং অজ্ঞাত ১০-১২ জন সহ মোট ২০ জনকে আসামি করে চেয়ারম্যান বাদী হয়ে সীতাকু- থানায় মামলা দায়ের করেছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বলেন, ইতঃপূর্বে চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম তাই জনসমক্ষে সুনাম ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে আমাকে হুকুমের আসামি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে পরিষদের সেবা কার্যক্রম বন্ধ ঘোষণার ২৪ ঘন্টা পর বুধবার দুপুর ১২ টা থেকে আবারও সকল কার্যক্রম শুরু করেছি। সীতাকু- থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে।