পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মেদিরাবাদ তারাবুনিয়া গ্রামের একটি পুকুর থেকে বুধবার সকালে স্বপন কুমার ঢালী (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে মেদিরাবাদ গ্রামের অবিনাস ঢালীর ছেলে।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সে মঙ্গলবার রাতে বাড়ী থেকে পাশ্ববর্তী সাধুর বাড়ী যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি। বুধবার সকালে স্থানীয়রা তাদের বাড়ী সংলগ্ন জিতেন্দ্রনাথ বৈরাগীর বাড়ীর পুকুরে বিবস্ত্র অবস্থায় তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে করা হচ্ছে।