চট্টগ্রামের চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বুধবার সম্পন্ন হলে হিন্দু সম্প্রদায়ের মহান ধর্মীয় উৎসব বারুণীর স্নান ও মেলা। সকাল হতে না হতেই উপজেলার শঙ্খ নদীতে শত শত নারী - পুরুষ পুরোহীত হতে মন্ত্র নিয়ে নদীতে স্নান করেন। তাদের শাস্ত্র মতে এ স্নানের ফলে রোগমুক্তি ও মনের বাসনা পূর্ণ হয়। স্নান শেষে সকলেই নদীর তীরে বসা মেলায় গিয়ে প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করার মাধ্যমে আনন্দ উৎসব পালন করেন।