পঞ্চগড়ের বোদায় ৩৬ পিচ ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলায় ময়দানদিঘী ইউনিয়নের এলিট পাম সংলগ্ন একটি গোডাউন থেকে তাদের ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার ঝলঝলি গ্রামের ফজির আলীর পুত্র ফারুক ওরফে টেরা ফারুক(২৩), ময়দানদিঘী গ্রামের মোজাহারুলের পুত্র আয়বুল হাসান(২৬), ময়দানদিঘী গ্রামের মৃত-রফিকুলের পুত্র সাদ্দাম হোসেন(২৯), মাদ্রাসাপাড়া গ্রামের হাসিবুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন(২৭) ও মনিরামজোত গ্রামের সনাতন চন্দের পুত্র নয়ন চন্দ্র শীল(২৮)। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রির সময় ৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।